রাসুলের (সঃ) আহলে বাইত
আহলে হাদিস, আহলে সুন্নাহ বা আহলে কুরআন শব্দগুলো আমাদের কাছে অপেক্ষাকৃত অধিক পরিচিত হলেও এসব শব্দ যুগল কুরআন অথবা হাদিসে খুঁজে পাওয়া যায়না। অপরদিকে আহলে বাইত শব্দ যুগলটি আমাদের কাছে অপেক্ষাকৃত কম অথবা একেবারেই অপরিচিত হলেও এটি কুরআন এবং হাদিস উভয় ক্ষেত্রেই বহু জায়গাতেই পরিলক্ষিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কুরআন ও হাদিসে উল্লিখিত এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সমাজে তেমন কোন আলোচনাই হতে দেখা যায়না। আহলে বাইত যে অতি গুরুত্বপুর্ণ একটি বিষয় সেটি খোদ রাসুলের (সঃ) জবানীতেই হাদিসসমূহে লিপিবদ্ধ হয়ে আছে। সুন্নি মাযহাবের সূত্রে বর্ণিত নিচের হাদিসগুলো লক্ষ করা যাক –
يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي
হে লোকসকল! নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, তা যদি আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবেনা – আল্লাহর কিতাব ও আমার রক্তীয় সম্পর্কের আহলে বাইত।
তথ্যসূত্রঃ জামিআত-তিরমিযী, হাদিস - ৩৭৮৬
إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَحَدُهُمَا أَعْظَمُ مِنَ الآخَرِ كِتَابُ اللَّهِ حَبْلٌ مَمْدُودٌ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَىَّ الْحَوْضَ فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا
নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি তা যদি আঁকড়ে ধরো, আমার পরে কখনোই পথভ্রষ্ট হবেনা। তার একটি অপরটি থেকে শ্রেষ্ঠ – আল্লাহর কিতাব আকাশ থেকে পৃথিবীতে বিস্তৃত রশির ন্যায় আর আমার রক্তীয় আহলে বাইত এবং এ দুটি আমার কাছে হাউজে কাউসারে পৌঁছা পর্যন্ত বিচ্ছিন্ন হবেনা। সুতরাং খেয়াল করো আমার পরে তোমরা এদুবিষয়ে কেমন আচরণ করো।
তথ্যসূত্রঃ জামিআত-তিরমিযী, হাদিস - ৩৭৮৮
إني تارك فيكم الثقلين كتاب الله وأهل بيتي وإنهما لن يتفرقا حتى يردا علي الحوض.
নিশ্চয়ই আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি – আল্লাহর কিতাব ও আমার আহলে বাইত এবং এদুটি আমার কাছে হাউজে কাউসারে মিলিত হওয়ার পূর্বে বিচ্ছিন্ন হবেনা।
হাকীম নিশাবুরি, আল মুসতাদরাক আলা সাহীহাইন , খণ্ড – ৩, পৃষ্ঠা ১০৯-১১০। ১৪৮, ৫৩৩।
উপরের এ হাদিসগুলো থেকে যে কয়েকটি বিষয় সহজেই পরিষ্কার হয়ে যায় তা হল –
১। রাসুলের (সঃ) এর ওফাতের পর দুটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ও ভারী বিষয় হচ্ছে কুরআন ও আহলে বাইত।
২। আহলে বাইত কুরআনের সহযাত্রী এবং একই ধরনের গুরুত্বের দাবীদার যাদের সম্পর্ক হাউজে কাউসার পর্যন্ত বিস্তৃত।
৩। রাসুলের (সঃ) পর পথভ্রষ্টতা থেকে বাঁচার উপায় হচ্ছে কুরআন এবং আহলে বাইত এদুটিকেই শক্ত করে আঁকড়ে ধরা (যেকোন একটি নয়)।
৪। রাসুল (সঃ) তাঁর উম্মতকে কুরআন ও আহলে বাইতের সাথে কী ধরনের আচরণ করা হয় সে সম্পর্কে আগেই সতর্ক করে গিয়েছেন। এবং হাদিস অনুযায়ী তার উম্মতকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ সম্পর্কিত আরও কিছু লেখা
[[আহলে বাইত সংক্রান্ত আরো হাদিস]]
[[পবিত্র কুরআনে আহলে বাইত এর বর্ণনা]]
[[‘কুরআন ও আহলে বাইত’ এবং ‘কুরআন ও সুন্নাহ’]]
[[পবিত্র কুরআনে আহলে বাইতের অনুসরণের নির্দেশনা]]
[[নামাজে আহলে বাইতের উপর দরুদ পাঠ]]
[[আহলে বাইতের অনুসরণের প্রকৃত অর্থ কী]]